ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে রিকশাচালককে গণপিটুনি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৫৪৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা এক রিকশাচালককে হেনস্তা করে গণপিটুনির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম আজিজুর রহমান।

শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আজিজুর রহমান একটি ফুলের তোড়া হাতে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান। তার হাতে থাকা তোড়ায় লেখা ছিল, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসেবে তাকে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।’

আজিজুর জানান, তিনি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে সমর্থন করতে আসেননি, শুধুই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছেন। তবে এর কিছু সময় পরই ধানমন্ডি ৩২ নম্বরে থাকা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এবং মারধর করেন। এ সময় তার রিকশাটি রাস্তার পাশে উল্টে ফেলে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

আজিজুর রহমান ঝিনাইদহ সদর থানার ঘোড়াশাল গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম আতিয়ার রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বিমানে ত্রাণ পৌঁছল গাজায়, মানবিক সংকট এখনও কমেনি

বঙ্গবন্ধুর ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে রিকশাচালককে গণপিটুনি

আপডেট সময় ০৩:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা এক রিকশাচালককে হেনস্তা করে গণপিটুনির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম আজিজুর রহমান।

শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আজিজুর রহমান একটি ফুলের তোড়া হাতে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছান। তার হাতে থাকা তোড়ায় লেখা ছিল, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসেবে তাকে ভালোবাসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।’

আজিজুর জানান, তিনি আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে সমর্থন করতে আসেননি, শুধুই বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছেন। তবে এর কিছু সময় পরই ধানমন্ডি ৩২ নম্বরে থাকা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন এবং মারধর করেন। এ সময় তার রিকশাটি রাস্তার পাশে উল্টে ফেলে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

আজিজুর রহমান ঝিনাইদহ সদর থানার ঘোড়াশাল গ্রামের বাসিন্দা এবং তার বাবার নাম আতিয়ার রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।