ঢাকা ০২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করায় খুশি নগরবাসী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ৫৭০ বার পড়া হয়েছে

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয়েছে বলে খুশি প্রকাশ করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নগরীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় কালেক্টরেট মসজিদের সামনে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেন। নগরীর বাসিন্দারা বলেন, “ডিসি অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। তবে বিলম্বে হলেও তাকে ওএসডি করা হয়েছে, এটা খুশির বিষয়।”

প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে। এর আওতায় সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক

সিলেটে ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করায় খুশি নগরবাসী

আপডেট সময় ১১:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয়েছে বলে খুশি প্রকাশ করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর নগরীতে মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যায় কালেক্টরেট মসজিদের সামনে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেন। নগরীর বাসিন্দারা বলেন, “ডিসি অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল। তবে বিলম্বে হলেও তাকে ওএসডি করা হয়েছে, এটা খুশির বিষয়।”

প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের বদলির আদেশ দেওয়া হয়েছে। এর আওতায় সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।