ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা, দাবানলের মতো আগুনে ধ্বংস ট্রেন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

শান্তি আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ায় ইউক্রেনের হামলা। জাপোরিঝিয়া অঞ্চলের উরোজায়াঙ্ক ও তোকমাকের মাঝামাঝি স্থানে একটি রুশ ট্রেনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ট্রেনটির একাধিক বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

স্থানীয় সূত্র জানায়, হামলার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে কীভাবে এ হামলা চালানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। হামলাস্থল ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক গভীরে হওয়ায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে রুশ বাহিনী রাতের বেলা জ্বালানি ও সরঞ্জাম পরিবহণ করে। কিন্তু এবার সেই কৌশলও ব্যর্থ হয়েছে। এক বিবৃতিতে রুশপন্থী এক কর্মকর্তা লিখেছেন, “এ কারণেই রুশরা রাতে জ্বালানি ও গাড়ি পরিবহণ করছিল। কিন্তু ইউক্রেনীয় নাশকতাকারীরা সফল হয়েছে। এটি তাদের এক অনন্য অভিযান।”

তবে এ ঘটনায় রাশিয়া বা ইউক্রেন সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত জুনে ইউক্রেন রাশিয়ার ভেতরে একাধিক সামরিক ঘাঁটিতে ১০০ ড্রোন দিয়ে হামলা চালায়, যাতে বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: এক্সপ্রেসইউকে

জনপ্রিয় সংবাদ

শান্তি আলোচনার মাঝেই রাশিয়ার ট্রেনে ইউক্রেনের হামলা, দাবানলের মতো আগুনে ধ্বংস ট্রেন

আপডেট সময় ০৯:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫

শান্তি আলোচনার প্রক্রিয়া চলমান থাকলেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়ায় ইউক্রেনের হামলা। জাপোরিঝিয়া অঞ্চলের উরোজায়াঙ্ক ও তোকমাকের মাঝামাঝি স্থানে একটি রুশ ট্রেনে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, ট্রেনটির একাধিক বগিতে দাউ দাউ করে আগুন জ্বলছে।

স্থানীয় সূত্র জানায়, হামলার পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে কীভাবে এ হামলা চালানো হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। হামলাস্থল ইউক্রেনীয় সেনাদের অবস্থান থেকে অনেক গভীরে হওয়ায় বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে রুশ বাহিনী রাতের বেলা জ্বালানি ও সরঞ্জাম পরিবহণ করে। কিন্তু এবার সেই কৌশলও ব্যর্থ হয়েছে। এক বিবৃতিতে রুশপন্থী এক কর্মকর্তা লিখেছেন, “এ কারণেই রুশরা রাতে জ্বালানি ও গাড়ি পরিবহণ করছিল। কিন্তু ইউক্রেনীয় নাশকতাকারীরা সফল হয়েছে। এটি তাদের এক অনন্য অভিযান।”

তবে এ ঘটনায় রাশিয়া বা ইউক্রেন সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে গত জুনে ইউক্রেন রাশিয়ার ভেতরে একাধিক সামরিক ঘাঁটিতে ১০০ ড্রোন দিয়ে হামলা চালায়, যাতে বেশ কয়েকটি বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

সূত্র: এক্সপ্রেসইউকে