ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“জনগণ-সরকার একসাথে থাকলে সাদাপাথর আগের রূপে ফিরবে: সিলেটের নবাগত ডিসি”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, জনগণ ও সরকার একসাথে থাকলে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে। একইসঙ্গে স্থায়ী সমাধানের মাধ্যমে আর কোনো লুটপাট বা চুরির ঘটনা ঘটতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

তিনি বলেন, “এ মুহূর্তে আমরা ঘটনার প্রকৃত অবস্থা জানার চেষ্টা করছি। আমাদের প্রধান কাজ হচ্ছে—চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার করে পুনঃস্থাপন করা। কেন তারা এ কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে সিলেট থেকে কোনো পাথর চুরি না হয় সে বিষয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ডিসি আরও জানান, লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং অপরাধের ধরণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “সব কাজেই চ্যালেঞ্জ থাকবে, তবে জনগণ আর সরকার যদি পাশে থাকে, তাহলে কোনো গোষ্ঠীর অপশক্তিই সাদাপাথরসহ সিলেটের পর্যটন এলাকার ক্ষতি করতে পারবে না।”

এ সময় দুদকের তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, “প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।”

পরে জেলা প্রশাসক ভোলাগঞ্জ জিরো পয়েন্ট, ভোলাগঞ্জ নদীপথ ও ব্যাংকার এলাকা ঘুরে দেখেন এবং সাদাপাথরের লুট হওয়া স্থানসমূহ পরিদর্শন করেন।

জনপ্রিয় সংবাদ

একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: বিএনপি মহাসচিব ফখরুল

“জনগণ-সরকার একসাথে থাকলে সাদাপাথর আগের রূপে ফিরবে: সিলেটের নবাগত ডিসি”

আপডেট সময় ০৭:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫

সিলেটের নবাগত জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, জনগণ ও সরকার একসাথে থাকলে সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে আনা সম্ভব হবে। একইসঙ্গে স্থায়ী সমাধানের মাধ্যমে আর কোনো লুটপাট বা চুরির ঘটনা ঘটতে দেওয়া হবে না।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশ্বাস দেন।

তিনি বলেন, “এ মুহূর্তে আমরা ঘটনার প্রকৃত অবস্থা জানার চেষ্টা করছি। আমাদের প্রধান কাজ হচ্ছে—চুরি হওয়া পাথর দ্রুত উদ্ধার করে পুনঃস্থাপন করা। কেন তারা এ কাজ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে সিলেট থেকে কোনো পাথর চুরি না হয় সে বিষয়ে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ডিসি আরও জানান, লুটপাটে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং অপরাধের ধরণ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “সব কাজেই চ্যালেঞ্জ থাকবে, তবে জনগণ আর সরকার যদি পাশে থাকে, তাহলে কোনো গোষ্ঠীর অপশক্তিই সাদাপাথরসহ সিলেটের পর্যটন এলাকার ক্ষতি করতে পারবে না।”

এ সময় দুদকের তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, “প্রতিবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।”

পরে জেলা প্রশাসক ভোলাগঞ্জ জিরো পয়েন্ট, ভোলাগঞ্জ নদীপথ ও ব্যাংকার এলাকা ঘুরে দেখেন এবং সাদাপাথরের লুট হওয়া স্থানসমূহ পরিদর্শন করেন।