ইতালিয়ান ফুটবল কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) গাজায় চলমান যুদ্ধের কারণে ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে। সংগঠনটি আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে আসন্ন ম্যাচের আগে এ পদক্ষেপ নেয়ার প্রস্তাব দিয়েছে।
সংগঠনটি ইতালিয়ান ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে উয়েফা ও ফিফার কাছে ইসরাইলের সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব পাঠানোর অনুরোধ করেছে। চিঠিতে বলা হয়েছে, ‘এখন প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে যেখানে অনেক কোচ, ম্যানেজার এবং অ্যাথলেটও নিহত হচ্ছেন। এই পরিস্থিতিতে ইসরাইলকে ক্রীড়া প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে বহিষ্কার করা একেবারেই প্রয়োজনীয় এবং বৈধ পদক্ষেপ।’
এআইএসি’র সহসভাপতি জিয়ানকার্লো কামোলেসে বলেন, ‘আমরা যদি চাইতাম তাহলে শুধু খেলার দিকে মনোযোগ দিতে পারতাম। কিন্তু আমরা মনে করি, এটিই সঠিক পদক্ষেপ নয়।’ সহসভাপতি ফ্রান্সেসকো পেরোন্ডি আরও বলেন, ‘বিশ্ব আজ আগুনে জ্বলছে, ফিলিস্তিনিরা নিঃশেষ হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে উদাসীন থাকা একেবারেই অগ্রহণযোগ্য।’
গত বছর ইসরাইলের সঙ্গে ইতালির নেশন্স লিগের ম্যাচের আগে ও পরে বিক্ষোভ হয়েছে এবং স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। চলতি মাসের শুরু পর্যন্ত ২২ মাসব্যাপী যুদ্ধে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে।