ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

গুগল ফোন অ্যাপে বড় পরিবর্তন: নতুন ডিজাইন ও অভিজ্ঞতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

গুগল ফোন অ্যাপে এসেছে বড় ধরনের আপডেট। নতুন “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে অ্যাপটির চেহারা যেমন বদলেছে, তেমনি ব্যবহারযোগ্যতা ও অভিজ্ঞতাতেও এসেছে নতুনত্ব। দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর অবশেষে ভার্সন ১৮৬–এর মাধ্যমে বিশ্বব্যাপী এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে।

নতুন সংস্করণে হোম স্ক্রিনে যুক্ত হয়েছে একসঙ্গে প্রিয় কন্টাক্ট ও সাম্প্রতিক কল দেখার সুবিধা। আগের মতো আলাদা ট্যাব আর নেই। এখন উপরের অংশে দেখা যাবে স্টার দেওয়া কন্টাক্টগুলো আর নিচে থাকবে কল হিস্ট্রি। প্রতিটি কল আলাদা কার্ড আকারে প্রদর্শিত হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজবোধ্য করে তুলবে।

ডায়ালিং স্ক্রিনেও এসেছে পরিবর্তন। ভাসমান কল বাটনের জায়গায় এখন সরাসরি অ্যাপেই ইনবিল্ট কীপ্যাড রয়েছে। নম্বর লেখার প্যানেলকে গোলাকৃতি ও আরও সহজবোধ্য করা হয়েছে। ইনকামিং কল নিয়ন্ত্রণেও এসেছে নতুন সুবিধা। এবার ব্যবহারকারীরা আঙুল দিয়ে আড়াআড়ি সোয়াইপ করে এক ট্যাপেই কল রিসিভ বা রিজেক্ট করতে পারবেন। চাইলে সেটিংস থেকে এই ফিচার চালু বা বন্ধ করা যাবে।

কল চলার সময় স্ক্রিনে থাকা বাটনগুলোর নকশা পরিবর্তন করে ডিম্বাকৃতি করা হয়েছে। বিশেষ করে কল কাটার বাটনটি এখন আগের চেয়ে বড় ও অনেক বেশি দৃশ্যমান। তবে ডুয়াল সিম ব্যবহারকারীদের অভিযোগ, নতুন আপডেটে কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে।

যারা এখনো এই আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ফোন অ্যাপের ভার্সন ১৮৬ ডাউনলোড করে নিতে পারবেন। নতুন এই সংস্করণ ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত, সহজ ও আধুনিক অভিজ্ঞতা নিয়ে এসেছে।

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে কিশোরকে বেঁধে পেটানোয় মৃত্যু: দুইজন হাসপাতালে, দুই যুবক আটক

গুগল ফোন অ্যাপে বড় পরিবর্তন: নতুন ডিজাইন ও অভিজ্ঞতা

আপডেট সময় ০৩:৫৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

গুগল ফোন অ্যাপে এসেছে বড় ধরনের আপডেট। নতুন “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে অ্যাপটির চেহারা যেমন বদলেছে, তেমনি ব্যবহারযোগ্যতা ও অভিজ্ঞতাতেও এসেছে নতুনত্ব। দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর অবশেষে ভার্সন ১৮৬–এর মাধ্যমে বিশ্বব্যাপী এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে।

নতুন সংস্করণে হোম স্ক্রিনে যুক্ত হয়েছে একসঙ্গে প্রিয় কন্টাক্ট ও সাম্প্রতিক কল দেখার সুবিধা। আগের মতো আলাদা ট্যাব আর নেই। এখন উপরের অংশে দেখা যাবে স্টার দেওয়া কন্টাক্টগুলো আর নিচে থাকবে কল হিস্ট্রি। প্রতিটি কল আলাদা কার্ড আকারে প্রদর্শিত হবে, যা ব্যবহারকারীদের জন্য আরও সহজবোধ্য করে তুলবে।

ডায়ালিং স্ক্রিনেও এসেছে পরিবর্তন। ভাসমান কল বাটনের জায়গায় এখন সরাসরি অ্যাপেই ইনবিল্ট কীপ্যাড রয়েছে। নম্বর লেখার প্যানেলকে গোলাকৃতি ও আরও সহজবোধ্য করা হয়েছে। ইনকামিং কল নিয়ন্ত্রণেও এসেছে নতুন সুবিধা। এবার ব্যবহারকারীরা আঙুল দিয়ে আড়াআড়ি সোয়াইপ করে এক ট্যাপেই কল রিসিভ বা রিজেক্ট করতে পারবেন। চাইলে সেটিংস থেকে এই ফিচার চালু বা বন্ধ করা যাবে।

কল চলার সময় স্ক্রিনে থাকা বাটনগুলোর নকশা পরিবর্তন করে ডিম্বাকৃতি করা হয়েছে। বিশেষ করে কল কাটার বাটনটি এখন আগের চেয়ে বড় ও অনেক বেশি দৃশ্যমান। তবে ডুয়াল সিম ব্যবহারকারীদের অভিযোগ, নতুন আপডেটে কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে।

যারা এখনো এই আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোরে গিয়ে গুগল ফোন অ্যাপের ভার্সন ১৮৬ ডাউনলোড করে নিতে পারবেন। নতুন এই সংস্করণ ব্যবহারকারীদের জন্য আরও দ্রুত, সহজ ও আধুনিক অভিজ্ঞতা নিয়ে এসেছে।