চিত্রনায়ক অনন্ত জলিল জানিয়েছেন, তার দুই ছেলে কোরআন শিক্ষায় মনোনিবেশ করায় তিনি চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। তিনি মনে করেন, বাবা-মায়ের সিনেমায় অভিনয় করা সন্তানের ধর্মীয় শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।
অনন্ত বলেন, “আমার ছেলেরা ইসলামিক পড়াশোনা করছে। একজন হাফেজ হওয়ার পথে, অন্যজনও নিয়মিত কোরআন খতম দিচ্ছে। এ অবস্থায় বাবা-মা সিনেমায় থাকাটা ভালো দেখায় না।”
স্ত্রী বর্ষা কয়েক মাস আগেই একই কারণে সিনেমা থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। এবার অনন্তও জানালেন, হাতে থাকা কাজ শেষ করেই হয়তো বিদায় নেবেন চলচ্চিত্র থেকে।