মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১ বছরের এক শিশুকে যৌন পিরণের চেষ্টার অভিযোগে রফিক ফকির(৫৮) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার ১০ টার দিকে উপজেলার পশ্চিম দেউলভোগ গোল্ডেনসিটি এলাকায় যৌণ পিরণের চেষ্টার অভিযোগ ঐ বৃদ্ধকে গ্রেফতার করে শ্রীনগর থানা পুলিশ।
এব্যাপারে সাগর হোসেন যৌন পীরণের চেষ্টার অভিযোগে ঐ বৃদ্ধের নামে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত রশিদ ফকির উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিন কোলাপাড়া গ্রামের মৃত সুর্যত আলীর ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, রোববার বেলা ১১ টার দিকে দেউলভোগ গোল্ডেনসিটি এলাকার জাকির মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া রফিক ফকির একই বাড়ীর ভাড়াটিয়ার সাগর হোসেনের ১১ বছরের শিশুর হাতে ৫০ টাকা দিয়ে তাকে টাকার লোভ দেখিয়ে যৌন পিরনের চেষ্টা করে। পরে ঐ শিশু এই ঘটনা একই বাড়ির ভাড়াটিয়া নুপুরকে জানাইলে নুপুর ঐ শিশুর মাকে ঘটনাটি জানায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান, জানান, যৌন পিরনের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। আগামীকাল
যৌন পিরনের চেষ্টার মামলায় তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।