ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী দোসরের চেয়ে বর্তমান স্বৈরাচার বড়: বঙ্গবীর কাদের সিদ্দিকী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৫৬৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়ে বর্তমান স্বৈরাচার আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, গত এক বছরে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, “আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমর্থন করি আমি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর স্থায়ী হবে, কিন্তু এক বছরের মধ্যেই ধ্বংসের দিকে যাচ্ছে—এটা আমরা আশা করিনি। আর যদি বলা যায়, আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচাররাই বড় স্বৈরাচার। তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না।”

তিনি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বঙ্গবীর বলেন, “আজ সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই, সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে মামলা থাকে, তাহলে আমরা আইনিভাবে লড়ব।”

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

আওয়ামী দোসরের চেয়ে বর্তমান স্বৈরাচার বড়: বঙ্গবীর কাদের সিদ্দিকী

আপডেট সময় ০৮:৩২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

আওয়ামী লীগ ও তাদের দোসরের স্বৈরাচারের চেয়ে বর্তমান স্বৈরাচার আরও বড় বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, গত এক বছরে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বলেন, “আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই, চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি। তাদের সমর্থন করি আমি, কিন্তু বর্তমানে চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহারে দেশবাসী অতিষ্ঠ হয়ে গেছে। আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর স্থায়ী হবে, কিন্তু এক বছরের মধ্যেই ধ্বংসের দিকে যাচ্ছে—এটা আমরা আশা করিনি। আর যদি বলা যায়, আওয়ামী দোসর থেকে এই স্বৈরাচাররাই বড় স্বৈরাচার। তারা মানুষকে কথা বলতে দিচ্ছে না, মত প্রকাশ করতে দিচ্ছে না।”

তিনি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান।

ডিআরইউ থেকে ভাই লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে আটকের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বঙ্গবীর বলেন, “আজ সকালে ৭১ মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে গেলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে। আমরা চাই, সম্মানের সঙ্গে তাকে ছেড়ে দেওয়া হোক। যদি তার নামে মামলা থাকে, তাহলে আমরা আইনিভাবে লড়ব।”