ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির সহ-চেয়ারম্যান তারেক রহমান এবং প্রাক্তন প্রেসিডেন্ট সজীব ওয়াজেদ জয় মৌলবাদের প্রতি ক্ষিপ্ত। বিশেষ করে টুপিওয়ালা ও দাড়িওয়ালাদের দেখলে তাদের মেজাজ খারাপ হয়।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিক ৩ নম্বর ওয়ার্ডের গ্রীন-গ্রার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় বলেন, “তারেক সাহেব আর জয় সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য নেই। তারা একই সুরে কথা বলেন।”
ফয়জুল করীম আরও মন্তব্য করেন, বিএনপির সভাপতি মির্জা ফখরুল ইসলাম শরিয়া আইন বিশ্বাস না করলেও, তিনি একজন স্পষ্টবাদী ও ভালো রাজনীতিবিদ। তবে দলের কিছু নেতার বক্তব্যের কারণে যারা অন্য মার্কায় ভোট দেয়, তাদের প্রতি কড়া মনোভাব দেখানো হয়, যা তিনি ‘ডিক্টেটরশিপ’ বা একনায়কতন্ত্র হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, “এদেশ পরিবর্তন হয়েছে, দল পরিবর্তন হয়েছে, লিডার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ-বিএনপি উভয়ের বক্তব্য ও কাজের মধ্যে কোনো পার্থক্য নেই।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মাদ জুবায়ের হোসাইন। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকী। এছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুহাম্মাদ দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ-৪ আসনে এমপি প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আলমাদানী, নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ প্রমুখ।