ঢাকা ১২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এই সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় গণ অধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপা নেতাকর্মীদের সরে যেতে বাধ্য করে। পাশাপাশি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরও ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরে না যাওয়ায় সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়। এতে নুরুল হক নুরসহ বহু নেতাকর্মী আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে তার সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

জাতীয় পার্টি কার্যালয়ের সামনে সংঘর্ষে গুরুতর আহত নুরুল হক নুর

আপডেট সময় ০৯:৪৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন সংগঠনটির সভাপতি নুরুল হক নুর। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে এই সংঘর্ষ বাধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় গণ অধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে জাপা নেতাকর্মীদের সরে যেতে বাধ্য করে। পাশাপাশি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদেরও ১০ মিনিটের মধ্যে সরে যাওয়ার নির্দেশ দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সরে না যাওয়ায় সেখানে ব্যাপক লাঠিচার্জ চালানো হয়। এতে নুরুল হক নুরসহ বহু নেতাকর্মী আহত হন। রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে তার সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।