ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে জাপার শক্তি প্রদর্শন, ‘হাত-পা ভেঙে দিব, লাশ ফেলাইয়া দিব’ হুঁশিয়ারি মোস্তফার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরে জাপা দুর্বল নয় বরং যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “একদম সবগুলোর হাত-পা ভেঙে দিব। লাশ ফেলাইয়া দিব।”

শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা বলেন, জাপা রংপুরের রাজনীতিতে শক্ত অবস্থানে রয়েছে। দলের অফিস ও মর্যাদা রক্ষায় তারা শেষ বিন্দু রক্ত ঝরাতে প্রস্তুত। তিনি আরও বলেন, “আমরা অন্যায়কে বরদাস্ত করব না, কাউকে ছাড় দেব না। এতে আমি জেলে যেতে পারি, এমনকি মরে যেতে পারি। তবুও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।”

এ সময় তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গ টেনে বলেন, নুর একসময় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলে সালাম করতেন, অথচ এখন তিনি বিরোধী শক্তির হাতিয়ার হয়ে উঠেছেন।

বিএনপি প্রসঙ্গ টেনে জাপা কো-চেয়ারম্যান বলেন, এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সরকারে আসবে। এজন্য বিএনপিকে রাজনৈতিকভাবে একঘরে করার চেষ্টা চলছে। তিনি এটিকে একটি “ঐক্যবদ্ধ প্রচেষ্টা” বলে অভিহিত করেন।

মোস্তফা স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালে জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমএস বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর কোনো দল পাশে দাঁড়ায়নি। ভবিষ্যতেও জাপা একাই নির্বাচনে অংশ নেবে বলে তিনি ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা আহ্বায়ক মোহাম্মদ আজমল হোসেন লেবুসহ জাপার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকেই জাপা নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেন। হাতে লাঠি-সোটা নিয়ে পাহারা বসান তারা। ফলে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

রংপুরে জাপার শক্তি প্রদর্শন, ‘হাত-পা ভেঙে দিব, লাশ ফেলাইয়া দিব’ হুঁশিয়ারি মোস্তফার

আপডেট সময় ১১:২২:৫৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরে জাপা দুর্বল নয় বরং যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “একদম সবগুলোর হাত-পা ভেঙে দিব। লাশ ফেলাইয়া দিব।”

শনিবার (৩০ আগস্ট) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মোস্তফা বলেন, জাপা রংপুরের রাজনীতিতে শক্ত অবস্থানে রয়েছে। দলের অফিস ও মর্যাদা রক্ষায় তারা শেষ বিন্দু রক্ত ঝরাতে প্রস্তুত। তিনি আরও বলেন, “আমরা অন্যায়কে বরদাস্ত করব না, কাউকে ছাড় দেব না। এতে আমি জেলে যেতে পারি, এমনকি মরে যেতে পারি। তবুও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।”

এ সময় তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলির প্রসঙ্গ টেনে বলেন, নুর একসময় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে ‘মা’ বলে সালাম করতেন, অথচ এখন তিনি বিরোধী শক্তির হাতিয়ার হয়ে উঠেছেন।

বিএনপি প্রসঙ্গ টেনে জাপা কো-চেয়ারম্যান বলেন, এখন যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সরকারে আসবে। এজন্য বিএনপিকে রাজনৈতিকভাবে একঘরে করার চেষ্টা চলছে। তিনি এটিকে একটি “ঐক্যবদ্ধ প্রচেষ্টা” বলে অভিহিত করেন।

মোস্তফা স্মরণ করিয়ে দেন, ২০১৪ সালে জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমএস বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর কোনো দল পাশে দাঁড়ায়নি। ভবিষ্যতেও জাপা একাই নির্বাচনে অংশ নেবে বলে তিনি ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা আহ্বায়ক মোহাম্মদ আজমল হোসেন লেবুসহ জাপার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকেই জাপা নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নেন। হাতে লাঠি-সোটা নিয়ে পাহারা বসান তারা। ফলে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।