আগামী অক্টোবরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল, ক্রিকেট প্রশাসনে যুক্ত হতে যাচ্ছেন দেশের অন্যতম সফল এই ক্রিকেটার। অবশেষে এক শীর্ষ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই সেই সম্ভাবনার কথা নিশ্চিত করলেন তিনি।
তামিম বলেন, ‘যদি প্রশ্ন করেন আমি নির্বাচনে আসছি কি না—খুব ভালো সম্ভাবনা আছে। আমি নির্বাচন করছি। আমি ক্রিকেটে বিনিয়োগ করেছি, দুটি ক্লাবের সঙ্গে জড়িত আছি। ফলে কাউন্সিলর তো আমি হবোই।’
তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সরাসরি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই তার। সভাপতি হতে হলে আগে পরিচালক নির্বাচিত হতে হবে। সেই নিয়ম অনুযায়ী তামিম পরিচালক পদেই নির্বাচন করবেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, পরিচালক হিসেবে জয়ী হলেও ভবিষ্যতে বোর্ডের সভাপতির আসনেই নজর রাখছেন তিনি।
প্রসঙ্গত, রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছর বিসিবির সভাপতি পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। এরপর দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। কিন্তু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাত্র নয় মাসের মাথায় পদত্যাগ করেন তিনি। বর্তমানে বোর্ডের হাল ধরেছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
তামিমের এই ঘোষণা বিসিবির ভেতরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেট প্রশাসনে তার পদার্পণকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য কৌশলগত পদক্ষেপ বলেও মনে করছেন।