বাংলাদেশকে রক্ষায় বিএনপিই একমাত্র শক্তি বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৩১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বিভিন্নভাবে একটি মহল দেশকে ভিন্ন খাতে পরিচালিত করার চেষ্টা করছে। নির্বাচনকে বিঘ্নিত করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হবে না বলে হুমকি দেওয়া হচ্ছে। তবে দেশের জনগণ কোনো হুমকির মুখে মাথা নত করবে না। তিনি বিশ্বাস করেন, নির্বাচনের মধ্য দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচনকে বিঘ্নিত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, এমনকি দেশের ভেতরও ভারতীয় দালালরা সক্রিয় রয়েছে। তিনি দাবি করেন, জামায়াতের অবস্থানও এ ষড়যন্ত্রের অংশ।
স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ যে সংস্কার বোঝে না তা গ্রহণও করে না। নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে, কারণ সরকার ও কমিশনের আন্তরিকতা যথেষ্ট নয়। তাঁর মতে, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিবাদ এখনও নির্মূল হয়নি।
অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। দেশের ভেতরে ও বাইরে থেকে পতিত ফ্যাসিবাদীরা এ ষড়যন্ত্র চালাচ্ছে। দেশের একটি গোষ্ঠীও নির্বাচন বাধাগ্রস্ত করার চক্রান্তে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেন।