রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদল রোববার (৩১ আগস্ট) রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ে ভাঙচুর করেছে। ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক কাগজপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্রে জানা গেছে, মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনের সকাল ৯টা থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে তারা কার্যালয় অবরুদ্ধ করেন এবং কয়েকটি চেয়ার-টেবিল ভাঙচুর করেন। ভাঙচুরের কারণে মনোনয়ন ফর্ম বিতরণের কার্যক্রম এখনো শুরু করা যায়নি।