ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

“ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদের প্রার্থী হেমা চাকমাকে ঘিরে বিতর্ক”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সদস্য পদে লড়ছেন হেমা চাকমা। তিনি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট ‘প্রতিরোধ পর্ষদ’-এর প্রার্থী। এর আগে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট শাখার সাংস্কৃতিক উপ-সম্পাদক ছিলেন।

সম্প্রতি হেমা চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেললেও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এছাড়া তার ফেসবুক প্রোফাইলে পাওয়া যায় আরও একটি বিতর্কিত বক্তব্য। এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি দাবি করেন—“আমাকে ভোট না দিলে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যাবে। কারণ আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলাম।” তবে অনেকে প্রশ্ন তুলেছেন তার এই দাবি নিয়ে।

গত বছরের ১৫ জুলাই যখন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও মহানগরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, সেই রাতে হেমা চাকমাকে ঢাবি ক্যাম্পাসে নয়, বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে দেখা যায়। তার পোস্টে দেখা গেছে, দুই বান্ধবীর সঙ্গে হাসিখুশি ভঙ্গিতে তোলা একটি ছবি। এই বিষয়টি সামনে আসার পর থেকেই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মোহাম্মদ শাহ লিখেছেন—“বাম মানেই ছাত্রলীগ পুনর্বাসন কেন্দ্র।” অন্যদিকে কাওসার আহমেদ সুজন মন্তব্য করেছেন—“ছাত্রলীগ হেমা চাকমাকে আইনের আওতায় আনা হোক।”

তবে এ বিষয়ে হেমা চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। জানিয়েছেন, পরে সাংবাদিক ডেকে প্রেস ব্রিফিং করে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন।

জনপ্রিয় সংবাদ

“ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদের প্রার্থী হেমা চাকমাকে ঘিরে বিতর্ক”

আপডেট সময় ১২:৪২:২২ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সদস্য পদে লড়ছেন হেমা চাকমা। তিনি বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জোট ‘প্রতিরোধ পর্ষদ’-এর প্রার্থী। এর আগে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট শাখার সাংস্কৃতিক উপ-সম্পাদক ছিলেন।

সম্প্রতি হেমা চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমাকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেললেও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এছাড়া তার ফেসবুক প্রোফাইলে পাওয়া যায় আরও একটি বিতর্কিত বক্তব্য। এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি দাবি করেন—“আমাকে ভোট না দিলে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় হেরে যাবে। কারণ আমি সবসময় বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক আন্দোলনের পক্ষে ছিলাম।” তবে অনেকে প্রশ্ন তুলেছেন তার এই দাবি নিয়ে।

গত বছরের ১৫ জুলাই যখন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও মহানগরের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, সেই রাতে হেমা চাকমাকে ঢাবি ক্যাম্পাসে নয়, বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে দেখা যায়। তার পোস্টে দেখা গেছে, দুই বান্ধবীর সঙ্গে হাসিখুশি ভঙ্গিতে তোলা একটি ছবি। এই বিষয়টি সামনে আসার পর থেকেই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। মোহাম্মদ শাহ লিখেছেন—“বাম মানেই ছাত্রলীগ পুনর্বাসন কেন্দ্র।” অন্যদিকে কাওসার আহমেদ সুজন মন্তব্য করেছেন—“ছাত্রলীগ হেমা চাকমাকে আইনের আওতায় আনা হোক।”

তবে এ বিষয়ে হেমা চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। জানিয়েছেন, পরে সাংবাদিক ডেকে প্রেস ব্রিফিং করে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন।