ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

“বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে রাস্তায় বাকৃবি শিক্ষার্থীরা”

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৯২ বার পড়া হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কে আর মার্কেটে এসে সমবেত হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে স্লোগান দেন—“রাজপথ ছাড়ি নাই”, “রাজপথ ছাড়বো না”, “প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে”।

বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নিলেও একই সময়ে অনেকে বিশেষ করে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাজনিত কারণে হল ছাড়তে বাধ্য হচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সকাল থেকে হল ছাড়তে দেখা গেছে তাদের।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বহিরাগতদের হামলার বিচার না করে উল্টো আন্দোলন ধামাচাপা দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থী আতিক বলেন, “কিছু হলেই হল ছাড়ার নির্দেশ দেয়, এই হল-বিশ্ববিদ্যালয় কি তাদের পৈতৃক সম্পত্তি? ভয়-ভীতি দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। যতক্ষণ না দাবি মানা হচ্ছে, আমাদের আন্দোলন চলবে।”

অন্যদিকে শিক্ষার্থী তারেকের অভিযোগ, “আমরা কেন হল ছাড়বো? আমাদের যদি হল ছাড়তে হয় তাহলে শিক্ষকদেরও কোয়ার্টার ছাড়তে হবে। আন্দোলন ধামাচাপা দিতে এসব ফন্দি-ফিকির চলবে না।”

তবে নারী শিক্ষার্থীদের ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। জুলাই ৩৬ হলের শিক্ষার্থী তাসফিয়া জানান, “আমাদের পরীক্ষা চলছিল। হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছি। নিরাপত্তার কারণে হলে থাকা সম্ভব হচ্ছে না।” আরেক শিক্ষার্থী ফারাহ বলেন, “বিশ্ববিদ্যালয় হঠাৎ বন্ধ হওয়ায় পড়াশোনার ক্ষতি হচ্ছে। তবুও নিরাপত্তার কারণে হলে থাকা কঠিন হয়ে গেছে। বাধ্য হয়েই হল ছাড়তে হচ্ছে। তবে চাই, দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।”

এদিকে ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগ্রহণের লাল চাঁদ খালি চোখে দেখলে কিছু হবে?

“বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে রাস্তায় বাকৃবি শিক্ষার্থীরা”

আপডেট সময় ১২:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) বন্ধ ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১০ মিনিটে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কে আর মার্কেটে এসে সমবেত হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করে স্লোগান দেন—“রাজপথ ছাড়ি নাই”, “রাজপথ ছাড়বো না”, “প্রশাসনের গদিতে আগুন জ্বালো একসাথে”।

বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নিলেও একই সময়ে অনেকে বিশেষ করে নারী শিক্ষার্থীরা নিরাপত্তাজনিত কারণে হল ছাড়তে বাধ্য হচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সকাল থেকে হল ছাড়তে দেখা গেছে তাদের।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বহিরাগতদের হামলার বিচার না করে উল্টো আন্দোলন ধামাচাপা দিতে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থী আতিক বলেন, “কিছু হলেই হল ছাড়ার নির্দেশ দেয়, এই হল-বিশ্ববিদ্যালয় কি তাদের পৈতৃক সম্পত্তি? ভয়-ভীতি দেখিয়ে আন্দোলন থামানো যাবে না। যতক্ষণ না দাবি মানা হচ্ছে, আমাদের আন্দোলন চলবে।”

অন্যদিকে শিক্ষার্থী তারেকের অভিযোগ, “আমরা কেন হল ছাড়বো? আমাদের যদি হল ছাড়তে হয় তাহলে শিক্ষকদেরও কোয়ার্টার ছাড়তে হবে। আন্দোলন ধামাচাপা দিতে এসব ফন্দি-ফিকির চলবে না।”

তবে নারী শিক্ষার্থীদের ভিন্ন অভিজ্ঞতা রয়েছে। জুলাই ৩৬ হলের শিক্ষার্থী তাসফিয়া জানান, “আমাদের পরীক্ষা চলছিল। হঠাৎ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছি। নিরাপত্তার কারণে হলে থাকা সম্ভব হচ্ছে না।” আরেক শিক্ষার্থী ফারাহ বলেন, “বিশ্ববিদ্যালয় হঠাৎ বন্ধ হওয়ায় পড়াশোনার ক্ষতি হচ্ছে। তবুও নিরাপত্তার কারণে হলে থাকা কঠিন হয়ে গেছে। বাধ্য হয়েই হল ছাড়তে হচ্ছে। তবে চাই, দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরে আসুক।”

এদিকে ক্যাম্পাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন রয়েছে।