আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালত। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার এই আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি এক ইউটিউব চ্যানেল ও ফেসবুক টকশোতে খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন। এতে জিয়া পরিবারের মানহানি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
এই ঘটনায় জামালপুর জেলা ট্রাক ও ট্যাংক-লরি মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন মো. রুমেল সরকার বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় টকশোর উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।
বাদীর আইনজীবী জানান, গত ২৪ মে আসামিদের সমন জারি করা হলেও তারা আদালতে হাজিরা দেননি। ফলে আইনশৃঙ্খলার প্রতি অমর্যাদার কারণে আদালত সোমবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।