ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শিশির মনিরকে বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী রাখা নিয়ে ক্ষোভ ছাত্রদল প্রার্থীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে নিযুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম আবিদ।

সোমবার হাইকোর্টে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে বসেছে। তোমাকে কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয়নি।”

এর কিছুক্ষণ পরই চেম্বার আদালতে শিশির মনির বিশ্ববিদ্যালয়ের পক্ষে লড়াই করে হাইকোর্টের আদেশ স্থগিত করাতে সক্ষম হন। এতে ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকেনি।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আবিদের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা-আলোচনা। অনেকে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন, আবার অনেকে বলছেন, বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্যানেল থেকে মামলা পরিচালনা করা নিয়মের অংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি আইনজীবী প্যানেল আছে, যেখানে ১০ জন আইনজীবী রয়েছেন। শিশির মনির সেখানে থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আদালতে লড়ছেন, ব্যক্তিগতভাবে কারো পক্ষে নয়।

জনপ্রিয় সংবাদ

শিশির মনিরকে বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী রাখা নিয়ে ক্ষোভ ছাত্রদল প্রার্থীর

আপডেট সময় ১১:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেল আইনজীবী হিসেবে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরকে নিযুক্ত করায় ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর ভিপি পদে ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম আবিদ।

সোমবার হাইকোর্টে ডাকসু নির্বাচন স্থগিতের আদেশের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে বসেছে। তোমাকে কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয়নি।”

এর কিছুক্ষণ পরই চেম্বার আদালতে শিশির মনির বিশ্ববিদ্যালয়ের পক্ষে লড়াই করে হাইকোর্টের আদেশ স্থগিত করাতে সক্ষম হন। এতে ডাকসু নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকেনি।

তবে বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আবিদের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা-আলোচনা। অনেকে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছেন, আবার অনেকে বলছেন, বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্যানেল থেকে মামলা পরিচালনা করা নিয়মের অংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের একটি আইনজীবী প্যানেল আছে, যেখানে ১০ জন আইনজীবী রয়েছেন। শিশির মনির সেখানে থেকে বিশ্ববিদ্যালয়ের পক্ষে আদালতে লড়ছেন, ব্যক্তিগতভাবে কারো পক্ষে নয়।