ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চায় এনসিপি: তাসনিম জারা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নাগরিকেরা যে সম্মান ও অধিকার পাওয়ার কথা ছিল, তা পাননি। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই এনসিপি রাজনীতিতে এসেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার লালা বাজারে এনসিপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈঠকে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান ও বিচার ব্যবস্থার সংস্কারের দাবি তোলা হয়।

সরকারি অফিসে সেবা পেতে ভোগান্তির প্রসঙ্গে তাসনিম জারা বলেন, ভূমি অফিসে গেলেই ঘুষ দিতে হয়। অথচ এগুলো নাগরিকের প্রাপ্য অধিকার। এ সময় দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দুদক দুর্নীতি দমনের চেয়ে বিরোধী দল দমনে বেশি সক্রিয়।

তিনি আরও বলেন, ক্ষমতায় যেই থাকুক না কেন, সবার সুষ্ঠু তদন্ত ও বিচারের নিশ্চয়তা থাকতে হবে। নতুন নিয়ম মানেই নতুন সংবিধান—যার মাধ্যমে নাগরিক অধিকার ফিরিয়ে আনা সম্ভব।

তরুণ ও নারীদের রাজনৈতিক অবদানের কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, তরুণদের হেয় করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ তরুণদের মধ্যেই ক্ষমতাকে প্রশ্ন করার সাহস থাকে। আর নারীরা অতীতে গণ–অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার সদস্য হেলাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) শিরিন আক্তার শেলী ও নাহিদ উদ্দিন তারেক। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কত আসনে প্রার্থী দেবে এনসিপি, স্পষ্ট করলেন নাহিদ

জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে চায় এনসিপি: তাসনিম জারা

আপডেট সময় ১২:১৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নাগরিকেরা যে সম্মান ও অধিকার পাওয়ার কথা ছিল, তা পাননি। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই এনসিপি রাজনীতিতে এসেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার লালা বাজারে এনসিপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৈঠকে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান ও বিচার ব্যবস্থার সংস্কারের দাবি তোলা হয়।

সরকারি অফিসে সেবা পেতে ভোগান্তির প্রসঙ্গে তাসনিম জারা বলেন, ভূমি অফিসে গেলেই ঘুষ দিতে হয়। অথচ এগুলো নাগরিকের প্রাপ্য অধিকার। এ সময় দুর্নীতি দমন কমিশনের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দুদক দুর্নীতি দমনের চেয়ে বিরোধী দল দমনে বেশি সক্রিয়।

তিনি আরও বলেন, ক্ষমতায় যেই থাকুক না কেন, সবার সুষ্ঠু তদন্ত ও বিচারের নিশ্চয়তা থাকতে হবে। নতুন নিয়ম মানেই নতুন সংবিধান—যার মাধ্যমে নাগরিক অধিকার ফিরিয়ে আনা সম্ভব।

তরুণ ও নারীদের রাজনৈতিক অবদানের কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, তরুণদের হেয় করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ তরুণদের মধ্যেই ক্ষমতাকে প্রশ্ন করার সাহস থাকে। আর নারীরা অতীতে গণ–অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপি সিলেট জেলার সদস্য হেলাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) শিরিন আক্তার শেলী ও নাহিদ উদ্দিন তারেক। এ ছাড়া দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।