ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের হাইকোর্টের আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছেন। এর ফলে আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারিত সময়েই নির্বাচন আয়োজনের আর কোনো বাধা নেই।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, আজকের রায় উল্টানোর নায়ক হচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত লিখেছেন, “হাইকোর্ট ডাকসু স্থগিত করলেই যদি ওইদিন আপিল না হতো— তাহলে আর সিরিয়াল পাওয়া যেত না। সামনে কোর্টও ১৫ দিনের জন্য বন্ধ। মানে গেম ওভার! কিন্তু সেই ক্রুশিয়াল মোমেন্টে শিশির মনির হাতে লিখে, দৌড়ে গিয়ে চেম্বার জজ কোর্টে পিটিশন দিলেন। যুক্তি দেখিয়ে স্থগিতাদেশ উল্টে দিলেন। ডাকসু নির্বাচন বেঁচে গেল ষড়যন্ত্রের হাত থেকে।”
তিনি আরও বলেন, “শিশির মনিরের তড়িৎ সিদ্ধান্ত আর বুদ্ধিমত্তার জন্যই নির্বাচন থেমে যায়নি। অথচ এখন তাঁর বিরুদ্ধেই কিছু মহল ক্ষোভ দেখাচ্ছে। নির্বাচনের পক্ষে থাকলে আইনজীবী নিয়ে প্রশ্ন তোলার কিছু নেই, কাজটাই আসল।”
হাসনাত প্রশ্ন তোলেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের অবস্থান নিয়েও। তিনি বলেন, “তুমি যদি ডাকসু নির্বাচন সময়মতো চাও, তাহলে খুশি হওয়ার কথা। উল্টো ক্ষোভ দেখানো মানে স্ববিরোধিতা বা নিরাবুদ্ধিতা।”
এনসিপি নেতা আরও স্মরণ করিয়ে দেন, অতীতে বিএনপির শীর্ষ নেতারাও শিশির মনিরের ক্লায়েন্ট ছিলেন। তখন কোনো আপত্তি ছিল না, এখন কেন আপত্তি—এ প্রশ্নও তোলেন তিনি।
উল্লেখ্য, এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন রিট মামলায় শিশির মনিরকে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদ। তাঁর বক্তব্যের পর থেকেই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার জন্ম হয়েছে।