ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ফ্যাসিবাদবিরোধী শক্তির সংহতি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদসহ ২২টি রাজনৈতিক দল।
সোমবার রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ১৪ দলকে ‘ফ্যাসিবাদী শক্তি’ উল্লেখ করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দোষীদের গ্রেপ্তার করতে হবে। সরকার প্রতিশ্রুতি দিলেও এখনো কমিটি গঠন করেনি বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজনের সুযোগ নিয়েই নুরুল হক নুরের ওপর হামলা হয়েছে। তাই ঐক্য গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প নেই।
বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এনসিপির আখতার হোসেন, ইসলামী আন্দোলনের আশরাফ আলী আকন্দ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরানসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।