ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নারীবিদ্বেষী মন্তব্যে শিবিরের তীব্র প্রতিবাদ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ-মখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের বিরুদ্ধে ‘জুলাই-৩৬ হল’-এর ছাত্রীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম এ অভিযোগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, গত ১ সেপ্টেম্বর রাত ১১টার পরে হল প্রবেশ করা ৯১ জন শিক্ষার্থীকে প্রশাসন নোটিশ জারি করার পর আনিসুর রহমান মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ আখ্যায়িত করেন। নেতৃবৃন্দ বলেন, “এ ধরনের মন্তব্য শুধু সংশ্লিষ্ট ছাত্রীদের নয়, দেশের সমগ্র নারী সমাজের জন্যও অবমাননাকর এবং নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে নিন্দনীয়।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্র ও তৃণমূল পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ নিয়মিতভাবে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আসছে। উদাহরণ হিসেবে তারা ঢাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও চবির ছাত্রদল নেতাদের কর্মকাণ্ড উল্লেখ করেছেন। এছাড়া বিগত এক বছরে ছাত্রদলের সংশ্লিষ্টতায় দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪৪টি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ছাত্রদলের এ ধরনের নারীবিদ্বেষী কর্মকাণ্ডকে জোরালোভাবে নিন্দা জানিয়ে, সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থী বান্ধব ও নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সাংগঠনিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নারীবিদ্বেষী মন্তব্যে শিবিরের তীব্র প্রতিবাদ

আপডেট সময় ০৯:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ-মখদুম হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান মিলনের বিরুদ্ধে ‘জুলাই-৩৬ হল’-এর ছাত্রীদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম এ অভিযোগ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, গত ১ সেপ্টেম্বর রাত ১১টার পরে হল প্রবেশ করা ৯১ জন শিক্ষার্থীকে প্রশাসন নোটিশ জারি করার পর আনিসুর রহমান মিলন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ‘বিনা পারিশ্রমিক যৌনকর্মী’ আখ্যায়িত করেন। নেতৃবৃন্দ বলেন, “এ ধরনের মন্তব্য শুধু সংশ্লিষ্ট ছাত্রীদের নয়, দেশের সমগ্র নারী সমাজের জন্যও অবমাননাকর এবং নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে নিন্দনীয়।”

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, কেন্দ্র ও তৃণমূল পর্যায়ের ছাত্রদল নেতৃবৃন্দ নিয়মিতভাবে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে আসছে। উদাহরণ হিসেবে তারা ঢাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও চবির ছাত্রদল নেতাদের কর্মকাণ্ড উল্লেখ করেছেন। এছাড়া বিগত এক বছরে ছাত্রদলের সংশ্লিষ্টতায় দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪৪টি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ছাত্রশিবিরের নেতৃবৃন্দ ছাত্রদলের এ ধরনের নারীবিদ্বেষী কর্মকাণ্ডকে জোরালোভাবে নিন্দা জানিয়ে, সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থী বান্ধব ও নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য সাংগঠনিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।