ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাকসু ভোটে ধস্তাধস্তি: উপাচার্যের কঠোর মন্তব্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৫২ বার পড়া হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও ছাত্রশিবিরের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে। মামার বাড়ির আবদার!” উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরিস্থিতি রাকসু নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে, তাই সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

এর আগে রোববার ছাত্রদল কর্মীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও, ভাঙচুর ও তালাবদ্ধ করেন। পরে ছাত্রশিবির, সাবেক সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা সেখানে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। চার ঘণ্টা বন্ধ থাকার পর মনোনয়নপত্র বিতরণ পুনরায় শুরু হয় এবং এক দিন বাড়ানো হয়।

উপাচার্য নির্বাচন কমিশনারসহ অন্যান্যদের প্রশংসা করে বলেন, “ওই দিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে তারা উচ্চ নৈতিকতা ও আত্মসম্মানবোধের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।” তিনি সতর্ক করে বলেন, “ছাত্রসুলভ আচরণ ও নিয়মকানুন মেনে চলা না হলে ভবিষ্যতে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

রাকসু ভোটে ধস্তাধস্তি: উপাচার্যের কঠোর মন্তব্য

আপডেট সময় ০৯:৫৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে ছাত্রদল, সাবেক সমন্বয়ক ও ছাত্রশিবিরের মধ্যে ধস্তাধস্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “তোমরা তালা দিবা, তোমরা হাতাহাতি করবা, আর তোমাদের ইলেকশন আমাকে করে দিতে হবে। মামার বাড়ির আবদার!” উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের যেকোনো পরিস্থিতি রাকসু নির্বাচনের ওপর প্রভাব ফেলতে পারে, তাই সবার দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

এর আগে রোববার ছাত্রদল কর্মীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয় ঘেরাও, ভাঙচুর ও তালাবদ্ধ করেন। পরে ছাত্রশিবির, সাবেক সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা সেখানে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। চার ঘণ্টা বন্ধ থাকার পর মনোনয়নপত্র বিতরণ পুনরায় শুরু হয় এবং এক দিন বাড়ানো হয়।

উপাচার্য নির্বাচন কমিশনারসহ অন্যান্যদের প্রশংসা করে বলেন, “ওই দিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তাতে তারা উচ্চ নৈতিকতা ও আত্মসম্মানবোধের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।” তিনি সতর্ক করে বলেন, “ছাত্রসুলভ আচরণ ও নিয়মকানুন মেনে চলা না হলে ভবিষ্যতে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”