ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নুরের ওপর হামলা: ফুয়াদ উপদেষ্টাদের কড়া হুঁশিয়ারি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৬ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে লক্ষ্য করে করা হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, নুরের ওপর হামলার বিচার না হলে নিজেদেরই “ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত” থাকতে হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢামেকে নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফুয়াদ অভিযোগ করেন, যৌথবাহিনী ও পুলিশের সদস্যরা নুরকে পরিকল্পিতভাবে পিটিয়েছে। এতে নুরের নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না। একই ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানও গুরুতর আহত হয়েছেন।

ফুয়াদ বলেন, হামলার এক সপ্তাহ পার হলেও জড়িত অফিসারদের কেউ সাসপেন্ড করা হয়নি। তিনি অভিযোগ করেন, যৌথবাহিনীর কিছু সিনিয়র কর্মকর্তা এবং জাতীয় পার্টির ঘনিষ্ঠরা হামলার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের শক্তিকে পরীক্ষা করছে এবং নুরের ওপর হামলাকে উচ্চপর্যায়ের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে।

ফুয়াদ নুরের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানান এবং বলেন, “যদি অন্তর্বর্তী সরকার বিচার না করে, জনগণই বিচার করবে এবং তখন অনেক উপদেষ্টারও লাশ পড়তে পারে।”

জনপ্রিয় সংবাদ

জাতীয় নির্বাচনে গণ অধিকার পরিষদের সঙ্গে ২ আসনে সমঝোতায় বিএনপি

নুরের ওপর হামলা: ফুয়াদ উপদেষ্টাদের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় ১০:১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে লক্ষ্য করে করা হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, নুরের ওপর হামলার বিচার না হলে নিজেদেরই “ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত” থাকতে হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢামেকে নুরকে দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফুয়াদ অভিযোগ করেন, যৌথবাহিনী ও পুলিশের সদস্যরা নুরকে পরিকল্পিতভাবে পিটিয়েছে। এতে নুরের নাকের হাড় ভেঙে গেছে এবং তিনি স্বাভাবিকভাবে ঘুমাতে পারছেন না। একই ঘটনায় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানও গুরুতর আহত হয়েছেন।

ফুয়াদ বলেন, হামলার এক সপ্তাহ পার হলেও জড়িত অফিসারদের কেউ সাসপেন্ড করা হয়নি। তিনি অভিযোগ করেন, যৌথবাহিনীর কিছু সিনিয়র কর্মকর্তা এবং জাতীয় পার্টির ঘনিষ্ঠরা হামলার সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের শক্তিকে পরীক্ষা করছে এবং নুরের ওপর হামলাকে উচ্চপর্যায়ের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছে।

ফুয়াদ নুরের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচার দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আহ্বান জানান এবং বলেন, “যদি অন্তর্বর্তী সরকার বিচার না করে, জনগণই বিচার করবে এবং তখন অনেক উপদেষ্টারও লাশ পড়তে পারে।”