ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগে পদত্যাগের হিড়িক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪০ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। পারিবারিক সমস্যা, অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে একের পর এক পদ ছাড়ছেন তারা।

বুধবার উপজেলার আকরামপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মৎস্যজীবী লীগ কুসুম্বী ইউনিয়ন শাখার সদস্য সচিব তারিকুল ইসলাম পলাশ পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, পেশায় কৃষক হওয়ায় রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়। শারীরিক অসুস্থতার কারণেও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত দুই মাসে উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক রিনা রানী দাস ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব অন্যতম।

জনপ্রিয় সংবাদ

বগুড়ার শেরপুরে আওয়ামী লীগে পদত্যাগের হিড়িক

আপডেট সময় ১২:৫১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুর উপজেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে পদত্যাগের হিড়িক পড়েছে। পারিবারিক সমস্যা, অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে একের পর এক পদ ছাড়ছেন তারা।

বুধবার উপজেলার আকরামপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মৎস্যজীবী লীগ কুসুম্বী ইউনিয়ন শাখার সদস্য সচিব তারিকুল ইসলাম পলাশ পদত্যাগের ঘোষণা দেন। তিনি জানান, পেশায় কৃষক হওয়ায় রাজনীতিতে সক্রিয় থাকা তার পক্ষে সম্ভব নয়। শারীরিক অসুস্থতার কারণেও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

উল্লেখ্য, গত দুই মাসে উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক রিনা রানী দাস ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম বিপ্লব অন্যতম।