জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পিআর পদ্ধতি বাস্তবায়নে গণভোট আয়োজন করা প্রয়োজন। তিনি বলেন, “গণভোটে যদি বাংলাদেশের অধিকাংশ জনগণ পিআরের বিপক্ষে যায়, তাহলে আমরা (জামায়াত) পিআর চাইব না। কিন্তু অধিকাংশ জনগণ যদি পিআর চায়, তাহলে সব দলকে পিআর মানতে হবে।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটে কেআইবি থ্রিডি মিলনায়তনে ‘জুলাই সনদের আইনি ভিত্তি ও নির্বাচন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে অ্যাগ্রিকালচারাল ফোরাম অব বাংলাদেশ (এএফবি)।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের মানুষের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে সন্দেহের দানা বেঁধেছে। “আদৌও নির্বাচন হবে কি না, হলে কীভাবে হবে, কোন কোন দল নির্বাচনে অংশ নেবে—এমন বিষয়গুলো নিয়ে নানা মহলে আলোচনা চলছে।”
তিনি উল্লেখ করেন, গত ৫ আগস্ট অন্তর্বর্তী সরকার কর্তৃক ঘোষিত জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের ইতিহাসের অনেক তথ্য এড়িয়ে যাওয়া হয়েছে। তিনি মনে করেন, জুলাই ঘোষণাপত্রকে সংশোধন করে পুনরায় প্রকাশ করা প্রয়োজন।