ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি, নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ চিকিৎসকদের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৫:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩২ বার পড়া হয়েছে

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা অবনতি হয়েছে। চিকিৎসকরা তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অ্যাডমিনের পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, হাসপাতাল কক্ষে দর্শনার্থীর ভিড়ের কারণে চিকিৎসক নির্দেশিত শান্ত পরিবেশ ব্যাহত হচ্ছে। এজন্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে হাসপাতালে ভিড় না করতে। বরং সবাইকে যার যার অবস্থান থেকে নুরের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হন নুরুল হক। আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। এরপর থেকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জনপ্রিয় সংবাদ

নুরুল হকের শারীরিক অবস্থার অবনতি, নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ চিকিৎসকদের

আপডেট সময় ০৫:৩৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের শারীরিক অবস্থা আগের তুলনায় কিছুটা অবনতি হয়েছে। চিকিৎসকরা তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) নুরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে অ্যাডমিনের পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, হাসপাতাল কক্ষে দর্শনার্থীর ভিড়ের কারণে চিকিৎসক নির্দেশিত শান্ত পরিবেশ ব্যাহত হচ্ছে। এজন্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে হাসপাতালে ভিড় না করতে। বরং সবাইকে যার যার অবস্থান থেকে নুরের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে আহত হন নুরুল হক। আইন-শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জের সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। এরপর থেকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।