ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৬:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দফতর। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন।

তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে।”

পুলিশ সদর দফতরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা জানান, গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এ ছাড়া দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম এবং একটি বুকলেট প্রস্তুত করা হয়েছে প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য।

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ সদর দফতরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরির পরিকল্পনা রয়েছে। এরাই পরবর্তীতে মাঠপর্যায়ে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

ডিআইজি জিয়া উদ্দিন জানান, প্রশিক্ষণে বাস্তবমুখী মহড়া অন্তর্ভুক্ত থাকবে, যাতে নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা যায়। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাইলফলক হবে।

প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন এই সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হবে।

জনপ্রিয় সংবাদ

ডাকসু নির্বাচনে শিবিরের জয়ে অভিনন্দন জানিয়ে পোস্ট, পরে সরাল পাকিস্তান জামায়াত

জাতীয় নির্বাচন সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ

আপডেট সময় ০৬:১৮:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দফতর। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন।

তিনি বলেন, “একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে।”

পুলিশ সদর দফতরের মানবসম্পদ উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা জানান, গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এ ছাড়া দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম এবং একটি বুকলেট প্রস্তুত করা হয়েছে প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য।

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ সদর দফতরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরির পরিকল্পনা রয়েছে। এরাই পরবর্তীতে মাঠপর্যায়ে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

ডিআইজি জিয়া উদ্দিন জানান, প্রশিক্ষণে বাস্তবমুখী মহড়া অন্তর্ভুক্ত থাকবে, যাতে নির্বাচনকালীন যেকোনো পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করা যায়। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাইলফলক হবে।

প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন এই সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত হবে।