ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রিজভী: আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়নের নায়ক তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করার পেছনে বড় অবদান রয়েছে তারেক রহমানের। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এর আগে দুপুরে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন রিজভী।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ স্বৈরাচার ও ভারতপন্থী রাজনীতির ধারক, অন্যদিকে বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তি। “আমাদের ওপর ভারতপন্থি ট্যাগ চাপিয়ে দেওয়া হচ্ছে, সাইবার বুলিং ও অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু বিএনপির শিকড় এ দেশের মাটি ও মানুষের সঙ্গে যুক্ত। জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “ছাত্রদল হলো আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যদি অবাধে ভোট দিতে পারে, ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।”

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু। এ ছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

রিজভী: আওয়ামী ফ্যাসিবাদ বিতাড়নের নায়ক তারেক রহমান

আপডেট সময় ১০:০০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভয়ংকর রক্তপিপাসু শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করার পেছনে বড় অবদান রয়েছে তারেক রহমানের। তিনি জুলাই-আগস্ট আন্দোলনের পটভূমি রচনার প্রধান নায়ক।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এর আগে দুপুরে জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন রিজভী।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ স্বৈরাচার ও ভারতপন্থী রাজনীতির ধারক, অন্যদিকে বিএনপি বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তি। “আমাদের ওপর ভারতপন্থি ট্যাগ চাপিয়ে দেওয়া হচ্ছে, সাইবার বুলিং ও অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু বিএনপির শিকড় এ দেশের মাটি ও মানুষের সঙ্গে যুক্ত। জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

ডাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “ছাত্রদল হলো আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যদি অবাধে ভোট দিতে পারে, ছাত্রদলের প্যানেলই জয়ী হবে।”

সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু। এ ছাড়া জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।