ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৮ বার পড়া হয়েছে

আজ আরবি মাস রবিউল আউয়ালের ১২ তারিখ—মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। ৬৩ বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন বিশ্বনবী (সা.)।

মহানবীর জন্মের আগে গোটা আরব ছিল অরাজকতা ও জাহেলিয়াতের আঁধারে নিমজ্জিত। হানাহানি, বিশৃঙ্খলা ও আল্লাহর অবাধ্যতায় পরিপূর্ণ সেই যুগে মানবতার মুক্তির জন্য মহান আল্লাহ প্রেরণ করেন হজরত মুহাম্মদ (সা.)-কে। মানবজাতিকে সত্য, ন্যায় ও আলোয় পথ দেখাতে তিনি প্রেরিত হন।

মহানবী (সা.) শৈশব থেকেই আল্লাহপ্রেমে অনুরক্ত ছিলেন। প্রায়ই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগের কারণ ও প্রতিকার

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আপডেট সময় ১২:১৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

আজ আরবি মাস রবিউল আউয়ালের ১২ তারিখ—মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন। ৫৭০ খ্রিস্টাব্দে আরবের মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। ৬৩ বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন বিশ্বনবী (সা.)।

মহানবীর জন্মের আগে গোটা আরব ছিল অরাজকতা ও জাহেলিয়াতের আঁধারে নিমজ্জিত। হানাহানি, বিশৃঙ্খলা ও আল্লাহর অবাধ্যতায় পরিপূর্ণ সেই যুগে মানবতার মুক্তির জন্য মহান আল্লাহ প্রেরণ করেন হজরত মুহাম্মদ (সা.)-কে। মানবজাতিকে সত্য, ন্যায় ও আলোয় পথ দেখাতে তিনি প্রেরিত হন।

মহানবী (সা.) শৈশব থেকেই আল্লাহপ্রেমে অনুরক্ত ছিলেন। প্রায়ই হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে বিবি খাদিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ৪০ বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হন।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে এসব কর্মসূচি চূড়ান্ত করা হয়।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণী দিয়েছেন।