বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আজকের মুসলিম সমাজ বিভাজন, দ্বন্দ্ব আর বিভক্তির মধ্যে নিমজ্জিত। অথচ মহানবী হজরত মুহাম্মদ (সা.) ছিলেন ঐক্যের প্রতীক। তিনি বলেন, আজ আমরা নিজেরাই দ্বিধাবিভক্ত, কারো মাজার ভাঙছি, লাশ পুড়িয়ে দিচ্ছি—এগুলো রাসুলের শিক্ষা নয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গণতন্ত্র ও রাষ্ট্রীয় চেতনার যে নিদর্শন পৃথিবীকে দিয়েছেন আরবের মহামানব, আমরা সেখান থেকে শিক্ষা নিচ্ছি না। নিজেদের ধর্মকেই আমরা বিভক্ত করছি ফেরকা, দল ও মতভেদ দিয়ে। অথচ রাসুলুল্লাহ (সা.) ছিলেন সর্বজনীন ঐক্যের প্রতীক।
তিনি আরও বলেন, মহানবীর রেখে যাওয়া আদর্শ ও আল্লাহর কাছ থেকে প্রাপ্ত বাণী আমরা যদি সামান্যতমও অনুকরণ করতাম, তাহলে সমাজ থেকে অন্যায়, কুপ্রবৃত্তি, হানাহানি ও রক্তপাত বন্ধ হয়ে যেত। কিন্তু মুসলিম সমাজের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা তাঁকে অনুসরণ করি না, অনুকরণ করি না।
মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী শফু। মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক মাওলানা সেলিম রেজা।
																			
										
























