ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নিন্দা জানিয়েছে জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতের ঘটনা প্রসঙ্গে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত থাকা স্বাভাবিক হলেও শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য এবং কোনও রাজনৈতিক দলের কার্যক্রম থামানো কোনোভাবে গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে শুক্রবার রাতের কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে, যা বিএনপি গভীর উদ্বেগ ও নিন্দার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

জনপ্রিয় সংবাদ

জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন করতে হবে: মামুনুল হক

বিএনপি নিন্দা জানিয়েছে জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায়

আপডেট সময় ০১:১৬:২১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতের ঘটনা প্রসঙ্গে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় পার্টির কার্যালয়ে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের প্রত্যাশা পূরণে জনমনে বিভ্রান্তি ও হতাশা সৃষ্টি করবে। এটি গণতন্ত্র ও জুলাই চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

বিবৃতিতে আরও বলা হয়, ভিন্নমত থাকা স্বাভাবিক হলেও শক্তি প্রয়োগের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে বাধা দেওয়া স্বৈরাচারী মনোভাবের প্রকাশ। প্রকৃত গণতন্ত্রে বহুদলের অস্তিত্ব অনিবার্য এবং কোনও রাজনৈতিক দলের কার্যক্রম থামানো কোনোভাবে গণতান্ত্রিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এর আগে শুক্রবার রাতের কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটে, যা বিএনপি গভীর উদ্বেগ ও নিন্দার সঙ্গে পর্যবেক্ষণ করছে।