ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে জশনে জুলুসে শরবত বিতরণ করলেন জামায়াত নেতা আবু নাছের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৩ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত ৫৪তম জশনে জুলুসে শরবত বিতরণ করেছেন জামায়াত নেতা ডা. মো. আবু নাছের। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুরাদপুর সংলগ্ন শোলক বহরের একটি সড়কে তিনি কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে মুসল্লিদের হাতে শরবত তুলে দেন। এসময় তার ছবি সংবলিত ব্যানারও টানানো হয়, যেখানে জশনে জুলুসের সফলতা কামনা করা হয়।

শরবত বিতরণের কয়েকটি ভিডিও ডা. নাছের তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। জুলুসে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি জানান, জামায়াত সাধারণত জশনে জুলুস পালন করে না। তারপরও একজন জামায়াত নেতাকে এখানে শরবত বিতরণ করতে দেখে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের একজন বলেন, “রাজনীতি যাই হোক, ধর্মীয় অনুষ্ঠানে মানুষের পাশে দাঁড়ানো সবসময় প্রশংসার দাবি রাখে। তীব্র গরমে শরবত খেয়ে আমরা স্বস্তি পেয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে ডা. নাছেরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।

প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উদ্যোগে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় জশনে জুলুস অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে জশনে জুলুসে শরবত বিতরণ করলেন জামায়াত নেতা আবু নাছের

আপডেট সময় ০৪:৪০:১৬ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত ৫৪তম জশনে জুলুসে শরবত বিতরণ করেছেন জামায়াত নেতা ডা. মো. আবু নাছের। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুরাদপুর সংলগ্ন শোলক বহরের একটি সড়কে তিনি কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে মুসল্লিদের হাতে শরবত তুলে দেন। এসময় তার ছবি সংবলিত ব্যানারও টানানো হয়, যেখানে জশনে জুলুসের সফলতা কামনা করা হয়।

শরবত বিতরণের কয়েকটি ভিডিও ডা. নাছের তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন। জুলুসে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি জানান, জামায়াত সাধারণত জশনে জুলুস পালন করে না। তারপরও একজন জামায়াত নেতাকে এখানে শরবত বিতরণ করতে দেখে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের একজন বলেন, “রাজনীতি যাই হোক, ধর্মীয় অনুষ্ঠানে মানুষের পাশে দাঁড়ানো সবসময় প্রশংসার দাবি রাখে। তীব্র গরমে শরবত খেয়ে আমরা স্বস্তি পেয়েছি।”

এ বিষয়ে জানতে চাইলে ডা. নাছেরের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি।

প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার উদ্যোগে চট্টগ্রামে দেশের সবচেয়ে বড় জশনে জুলুস অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য মানুষ অংশ নেন।