ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ড. ইউনূস সরকার মবের রাজত্ব কায়েম করেছে: রুহিন হোসেন প্রিন্স

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশকে মবের রাজত্ব বানিয়ে বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সিপিবির জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ড. ইউনূস মব সন্ত্রাস দমন করতে পারেননি, বরং তিনি মব সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন। যারা অপরাধী তাদের প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন। তিনি এখন বিবৃতিবাজ সরকারে রূপ নিয়েছেন। এভাবে ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার তার নেই। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগের ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা মুক্তি আনতে পারেনি, ফেল করেছে। আর এই এক বছরের অন্তর্বর্তীকালীন সরকার ৩৩ নম্বর পেয়েও পাস করতে পারেনি। মব সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে সরকার নৈতিকভাবে বৈধতা হারিয়েছে।

সিপিবির এই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের মর্যাদা রক্ষা তো হচ্ছেই না, এমনকি কবরেও শান্তি নেই। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে আর সরকার শুধু নিন্দা বিবৃতি দিচ্ছে। এ জন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

চন্দ্রগ্রহণের লাল চাঁদ খালি চোখে দেখলে কিছু হবে?

ড. ইউনূস সরকার মবের রাজত্ব কায়েম করেছে: রুহিন হোসেন প্রিন্স

আপডেট সময় ০৭:২৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশকে মবের রাজত্ব বানিয়ে বিবৃতিবাজ সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সিপিবির জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহিন হোসেন প্রিন্স বলেন, ড. ইউনূস মব সন্ত্রাস দমন করতে পারেননি, বরং তিনি মব সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন। যারা অপরাধী তাদের প্রতিহত করতে ব্যর্থ হয়েছেন। তিনি এখন বিবৃতিবাজ সরকারে রূপ নিয়েছেন। এভাবে ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার তার নেই। দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আগের ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা মুক্তি আনতে পারেনি, ফেল করেছে। আর এই এক বছরের অন্তর্বর্তীকালীন সরকার ৩৩ নম্বর পেয়েও পাস করতে পারেনি। মব সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে সরকার নৈতিকভাবে বৈধতা হারিয়েছে।

সিপিবির এই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের মর্যাদা রক্ষা তো হচ্ছেই না, এমনকি কবরেও শান্তি নেই। কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা হচ্ছে আর সরকার শুধু নিন্দা বিবৃতি দিচ্ছে। এ জন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করেন।