রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬সেপ্টেম্বর) বিকেলে নন্দীগ্রাম সদর ইউনিয়নের রনবাঘা সহ বিভিন্ন বাজারে ভ্যানচালক, রিক্সা চালক, পথচারী, সাধারণ মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের হাতে হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা।এসময় রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবির মূল বিষয়বস্তু জনসাধানদের তুলে ধরেন বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী। পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু। উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, সেত্রেটারী আব্দুল হান্নান, পৌর কৃষক দলের সভাপতি শ্রী-সুশান্ত কুমার শান্ত, ২নং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এল আর, সাধারণ সম্পাদক মাহবুব আলম, ৫নং ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, যুবদলনেতা সজল, তুষার, রাজু, আলমগীর, মানিক, সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মোঃ কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সহ সভাপতি নবির শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দামগারা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল স্নাতক ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জোবায়েদ হোসেন জান্নাত সহ ২নং সদর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা এ ৩১ দফার লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।