জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি নেতা মো. আলী হোসেনের মালিকানাধীন একটি গুদাম থেকে ১০৪ বস্তা সরকারি ভিজিডি চাল জব্দ করেছে যৌথবাহিনী। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত এবং উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও ভূমি সহকারী কর্মকর্তা লিজা রিছিল।
অভিযান চলাকালে ৫০ কেজি ওজনের ১০৪ বস্তায় মোট ৫ হাজার ২০০ কেজি সরকারি চাল পাওয়া যায়, যা অবৈধভাবে মজুদ করা হয়েছিল। অভিযুক্ত আলী হোসেন পিংনা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। অভিযান শুরুর আগেই তিনি পালিয়ে যান, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল হাসান জানান, জব্দকৃত চাল পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং আলী হোসেনের বিরুদ্ধে কালোবাজারি ও অবৈধ মজুদের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল বলেন, “সরকারি চাল অবৈধভাবে মজুদ ও কেনাবেচার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। কেউ ছাড় পাবে না।”