তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক কাঠামো নতুন করে গড়ে তুলতেই বিএনপির ৩১ দফা। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। উৎসবের রঙে মেতেছে ঠাকুরগাঁও। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নগরীর প্রধান সড়কসহ জিলাস্কুল বড় মাঠে ছেয়ে গেছে পোস্টার আর ব্যানারে। দীর্ঘ ৮ বছর পর হওয়া এই কাউন্সিলের মধ্য দিয়েই আগামী নির্বাচন সামনে রেখে সংগঠিত হতে চায় স্থানীয় নেতাকর্মীরা। বেলা ১১টা ১৫ মিনিটে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ অন্যান্য অতিথিরা। রাত পোহালেই ডাকসু নির্বাচন, সব প্রস্তুতি সম্পন্ন শহীদ মিনারে বদরুদ্দীন উমরকে সর্বস্তরের জনগণের শেষ শ্রদ্ধা বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৭ বছর পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে নতুন স্বপ্ন সামনে এসেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করা হবে। কাউন্সিলের মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে বলেও প্রত্যাশার কথা জানান বিএনপি মহাসচিব।
দেশের কাঠামো নতুন করে গড়ে তুলতেই বিএনপির ৩১ দফা: মির্জা ফখরুল
-
ডেস্ক রিপোর্টঃ
- আপডেট সময় ০২:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- ৫৩০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ