ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৪ ঘণ্টার নিরাপত্তা লকডাউন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২১ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথ বন্ধ থাকবে।

শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতের প্রবেশপথগুলো মঙ্গলবারের ভোটগ্রহণ শেষে বুধবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এ সময় বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাই কেবল ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। কর্মীদের পরিবারের সদস্যরাও পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শনের মাধ্যমে প্রবেশের অনুমতি পাবেন।

গাড়ি চলাচলেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শুধুমাত্র ঢাবি স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি প্রয়োজনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারবে। অন্য কোনো যানবাহনের প্রবেশাধিকার থাকবে না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস জানায়, বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত নয় এমন পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রবেশপাস ইস্যু করা হবে। নির্বাচনের সময়ে পরিচয়পত্র প্রদর্শনকে বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ ধরনের বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় লকডাউন। শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদে ভোটগ্রহণ চলবে।

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদ সাকিবের জন্য ভোট চাইলেন হাসনাত

ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৪ ঘণ্টার নিরাপত্তা লকডাউন

আপডেট সময় ০৯:১৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সোমবার রাত ৮টা থেকে টানা ৩৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথ বন্ধ থাকবে।

শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতের প্রবেশপথগুলো মঙ্গলবারের ভোটগ্রহণ শেষে বুধবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে। এ সময় বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাই কেবল ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। কর্মীদের পরিবারের সদস্যরাও পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শনের মাধ্যমে প্রবেশের অনুমতি পাবেন।

গাড়ি চলাচলেও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শুধুমাত্র ঢাবি স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি প্রয়োজনে ব্যবহৃত অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারবে। অন্য কোনো যানবাহনের প্রবেশাধিকার থাকবে না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস জানায়, বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত নয় এমন পরিবারের সদস্যদের জন্য বিশেষ প্রবেশপাস ইস্যু করা হবে। নির্বাচনের সময়ে পরিচয়পত্র প্রদর্শনকে বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এ ধরনের বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় লকডাউন। শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোটগ্রহণের স্বার্থে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদে ভোটগ্রহণ চলবে।