ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, আসন্ন ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নয়, এর জাতীয় গুরুত্ব রয়েছে। এই নির্বাচন সমগ্র জাতির জন্য উদাহরণ সৃষ্টি করবে বলেও তিনি মন্তব্য করেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, “ডাকসু নির্বাচনের দিকে পুরো দেশ তাকিয়ে আছে। বহুবছর পর আমরা একটি ঐতিহাসিক নির্বাচনের দিকে যাচ্ছি।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। বিপুলসংখ্যক সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত বড় কোনো ধরনের আশঙ্কা নেই।
এদিন এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “ডাকসু তোমাদের অনুষ্ঠান। তোমরাই গভীরভাবে চেয়েছো, তাই আমরা আয়োজন করেছি। নির্বাচনী প্রস্তুতি শেষ পথে। আগামীকাল সেই মাহেন্দ্রক্ষণ—দীর্ঘদিনের প্রত্যাশা ডাকসু নির্বাচন।”
উপাচার্য আরও জানান, এবারের নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটার। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট গ্রহণ হবে। নারী ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রগুলো হল থেকে স্থানান্তর করে সমন্বিত করা হয়েছে যাতে নির্বাচন স্বচ্ছ ও পরিচ্ছন্নভাবে সম্পন্ন হয়।
প্রতিটি কেন্দ্রের ভোট গণনা সরাসরি বাহিরে থাকা মনিটরে প্রদর্শন করা হবে বলেও তিনি জানান।