ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন আজ: শিক্ষার্থীদের হাতে ভোটাধিকার, গণনায় অত্যাধুনিক মেশিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভিন্ন পরিবেশে ভোট দিতে যাচ্ছেন, ফলে অংশগ্রহণও হবে স্বতঃস্ফূর্ত—এমন প্রত্যাশা করছেন প্রার্থী ও পর্যবেক্ষকরা।

এই নির্বাচনে প্রতিজন ভোটারকে ছয় পাতার ব্যালটে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদের জন্য থাকছে পাঁচ পাতার ব্যালট, আর হল সংসদের জন্য একটি। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

ভোট গণনায় এবার ব্যবহার করা হবে অত্যাধুনিক ১৪টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিন। এসব মেশিনের স্ক্যানিং গতি ঘণ্টায় পাঁচ হাজার থেকে আট হাজার পাতা পর্যন্ত, যা দিয়ে এক ঘণ্টায় প্রায় বারো হাজার ভোটারের ব্যালট গণনা সম্ভব হবে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ভোটগ্রহণ শেষে দ্রুত গণনা শুরু হবে এবং সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। প্রয়োজনে ভোট একাধিকবারও গণনা করা যাবে।

ভোটগ্রহণ শেষে রাতের প্রথম ভাগেই ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা আজ দেখতে পাবেন নতুন নেতৃত্বের অভ্যুদয়।

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদ সাকিবের জন্য ভোট চাইলেন হাসনাত

ডাকসু নির্বাচন আজ: শিক্ষার্থীদের হাতে ভোটাধিকার, গণনায় অত্যাধুনিক মেশিন

আপডেট সময় ১০:৪৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন, এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভিন্ন পরিবেশে ভোট দিতে যাচ্ছেন, ফলে অংশগ্রহণও হবে স্বতঃস্ফূর্ত—এমন প্রত্যাশা করছেন প্রার্থী ও পর্যবেক্ষকরা।

এই নির্বাচনে প্রতিজন ভোটারকে ছয় পাতার ব্যালটে মোট ৪১টি ভোট দিতে হবে। কেন্দ্রীয় সংসদের জন্য থাকছে পাঁচ পাতার ব্যালট, আর হল সংসদের জন্য একটি। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের বিপরীতে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী, এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন।

ভোট গণনায় এবার ব্যবহার করা হবে অত্যাধুনিক ১৪টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিন। এসব মেশিনের স্ক্যানিং গতি ঘণ্টায় পাঁচ হাজার থেকে আট হাজার পাতা পর্যন্ত, যা দিয়ে এক ঘণ্টায় প্রায় বারো হাজার ভোটারের ব্যালট গণনা সম্ভব হবে। চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন জানিয়েছেন, ভোটগ্রহণ শেষে দ্রুত গণনা শুরু হবে এবং সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা সম্ভব হবে। প্রয়োজনে ভোট একাধিকবারও গণনা করা যাবে।

ভোটগ্রহণ শেষে রাতের প্রথম ভাগেই ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। সবকিছু ঠিকঠাক থাকলে দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা আজ দেখতে পাবেন নতুন নেতৃত্বের অভ্যুদয়।