ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার ব্রিজ এলাকায় নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ডাকসু ও জাকসুর নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও পরাজিত করতে হয়েছে। আপাতত তারা সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, ডাকসু নির্বাচন ছাত্রশিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে। কিন্তু এনসিপি, উমামা ফাতেমা ও স্বতন্ত্রসহ অন্য সব প্যানেল এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য ও প্রক্টর জামায়াতপন্থী প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছেন।

এ সময় নদী পরিষ্কার অভিযানে অংশ নিয়ে যুবদল নেতাকর্মীরা ব্রিজের মুখে ও নদীর দুই তীরে জমে থাকা প্লাস্টিক, বোতলসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহসভাপতি মুস্তাক আহমেদ শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, তারেক রহমানের নির্দেশে জেলা যুবদলের উদ্যোগে এই কার্যক্রম শুরু করা হয়েছে। নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে এবং পানিপ্রবাহ সচল রাখতে নিয়মিতভাবে এমন উদ্যোগ নেওয়া হবে বলেও তারা ঘোষণা দেন। স্থানীয় বাসিন্দারা যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নদী পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশ রক্ষা এবং একটি সুস্থ নগর গড়ে তুলতে সহায়ক হবে।

জনপ্রিয় সংবাদ

চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতি ২৪ হাজার কোটি টাকা

ডাকসু ও জাকসু নির্বাচন কারচুপিতে হাসিনাকে ছাড়িয়েছে: মুন্না

আপডেট সময় ০৩:৪৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

কিশোরগঞ্জ জেলা শহরের বড় বাজার ব্রিজ এলাকায় নরসুন্দা নদী পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, ডাকসু ও জাকসুর নির্বাচনের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শেখ হাসিনাকেও পরাজিত করতে হয়েছে। আপাতত তারা সফল হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে মাঠে থাকবে।

তিনি অভিযোগ করে বলেন, ডাকসু নির্বাচন ছাত্রশিবির কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জিতেছে। কিন্তু এনসিপি, উমামা ফাতেমা ও স্বতন্ত্রসহ অন্য সব প্যানেল এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। উপাচার্য ও প্রক্টর জামায়াতপন্থী প্রভাব খাটিয়ে পুরো নির্বাচনকে কলুষিত করেছেন।

এ সময় নদী পরিষ্কার অভিযানে অংশ নিয়ে যুবদল নেতাকর্মীরা ব্রিজের মুখে ও নদীর দুই তীরে জমে থাকা প্লাস্টিক, বোতলসহ বিভিন্ন বর্জ্য অপসারণ করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, সিনিয়র সহসভাপতি মুস্তাক আহমেদ শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, তারেক রহমানের নির্দেশে জেলা যুবদলের উদ্যোগে এই কার্যক্রম শুরু করা হয়েছে। নদীকে দখল ও দূষণমুক্ত রাখতে এবং পানিপ্রবাহ সচল রাখতে নিয়মিতভাবে এমন উদ্যোগ নেওয়া হবে বলেও তারা ঘোষণা দেন। স্থানীয় বাসিন্দারা যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, নদী পরিষ্কার কার্যক্রম অব্যাহত থাকলে পরিবেশ রক্ষা এবং একটি সুস্থ নগর গড়ে তুলতে সহায়ক হবে।