ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শিল্পকলা একাডেমীতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আবদুল আওয়াল মিন্টু বলেন, জাতীয় নির্বাচনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের কোনো সম্পর্ক নেই। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল, যা দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্রে বিশ্বাস করে। সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে নির্বাচনসহ সবকিছু নিয়েই শঙ্কা তৈরি হয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নেই। এখনো দেশে মব তৈরি হচ্ছে, মানুষকে ধরে মেরে ফেলা হচ্ছে। অনেক দুষ্কর্ম আমাদের দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে স্বীকার করেন যে বিএনপির কিছু নেতাকর্মী খারাপ কাজের সঙ্গে জড়িত। তিনি জানান, এ পর্যন্ত তিন থেকে চার হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মিন্টুর এই মন্তব্যে আবারও তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনায় এসেছে, যা আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।