রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার ও আশপাশের এলাকায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে কুখ্যাত ‘পাটালি গ্রুপ’-এর ৪৪ জনসহ বিভিন্ন কিশোর গ্যাংয়ের মোট ৫৭ জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ মে) রাতে সেনাবাহিনীর ৪৬ বিগ্রেডের এক কর্মকর্তা বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ১৮ থেকে ২০ মে পর্যন্ত প্রতিরাতে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত বিশেষ চৌকস দল রায়েরবাজারের বোটঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব অপরাধীদের আটক করে।
সাম্প্রতিক সময়ে মোহাম্মদপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এ অভিযান পরিচালিত হয়। বিশেষ করে ১৫ মে গভীর রাতে মোহাম্মদপুরের ইত্যাদি মোড় এলাকায় রাব্বির বাসার সামনে তার পরিবারের ছয় সদস্যকে কুপিয়ে গুরুতর আহত করে পাটালি গ্রুপের সদস্যরা। ওই ঘটনার পরই যৌথ বাহিনী ব্যাপক তৎপরতা শুরু করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পেশাদার মাদক কারবারি, ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অন্যান্য অপরাধী। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এ অভিযানের ফলে মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এছাড়া আরও কিছু তালিকাভুক্ত কিশোর গ্যাং সদস্য ও অপরাধীকে গ্রেফতারে সাঁড়াশি অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
গ্রেফতারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে পরবর্তীতে আদালতে প্রেরণ করা হয়েছে।