ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় বিএনপি পাশে ছিল আছে থাকবে:  সাবেক এমপি মোশারফ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

মানুষ মানুষের জন্য, অন্যের বিপদে যে এগিয়ে আসে সেই প্রকৃত মানুষ। সে যেই ধর্মের ওই হোক না কেন একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে এটাই মহত্ত্বের পরিচয়। ইতিমধ্যেই যা সারা বাংলাদেশে বিএনপি হিন্দু ভাইদের জানমাল রক্ষা, মন্দির পাহারা সহ তাদের পাশে থেকে করিয়ে দেখিয়ে দিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের পেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আসছে সামনে  শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে পেতাত্মারা কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এজন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দূর্গা উৎসব শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপি পরিবার আপনাদের পাশে থেকে সুরক্ষা দিবে।  ইতিমধ্যেই আমার নন্দীগ্রাম কাহালু নির্বাচনী এলাকার সকল নেতাকর্মীদের মেসেজ দিয়েছি পূজা শুরু থেকে শেষ পর্যন্ত পূজা মন্ডপ পরিদর্শন করা সহ আপনাদের সার্বিক বিষয়ে তারা খোঁজখবর নিবে।সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভাই আমাদেরই বোন, তারাও এদেশের  অংশ, তাদের অধিকার খর্ব হয় কিংবা তাদের ধর্মীয় উৎসবে বাধা সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড হতে আমাদের সকলকে বিরত থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষাসহ তাদের সকল ধর্মীয় উৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্বেও সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষ্যে ২২শে সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, সাবেক মেয়র ও উপজেলা কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত,উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মহানন্দ রায় মহান, সহ-সভাপতি ভারত চন্দ্র প্রাং, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মোঃ কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সহ সভাপতি নবির শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দামগারা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল স্নাতক ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জোবায়েদ হোসেন।এছাড়াও ৫টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক এবং এবছর অনুষ্ঠিত হতে যাওয়া ৪৭টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের অনেকেই উপস্থিত ছিলেন। পরে সাবেক এমপি মোশারফ হোসেন নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

 

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় বিএনপি পাশে ছিল আছে থাকবে:  সাবেক এমপি মোশারফ

আপডেট সময় ০৯:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

মানুষ মানুষের জন্য, অন্যের বিপদে যে এগিয়ে আসে সেই প্রকৃত মানুষ। সে যেই ধর্মের ওই হোক না কেন একজনের বিপদে আরেকজন এগিয়ে আসবে এটাই মহত্ত্বের পরিচয়। ইতিমধ্যেই যা সারা বাংলাদেশে বিএনপি হিন্দু ভাইদের জানমাল রক্ষা, মন্দির পাহারা সহ তাদের পাশে থেকে করিয়ে দেখিয়ে দিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের পেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আসছে সামনে  শারদীয় দুর্গোৎসব। এই উৎসবে পেতাত্মারা কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে এজন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দূর্গা উৎসব শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপি পরিবার আপনাদের পাশে থেকে সুরক্ষা দিবে।  ইতিমধ্যেই আমার নন্দীগ্রাম কাহালু নির্বাচনী এলাকার সকল নেতাকর্মীদের মেসেজ দিয়েছি পূজা শুরু থেকে শেষ পর্যন্ত পূজা মন্ডপ পরিদর্শন করা সহ আপনাদের সার্বিক বিষয়ে তারা খোঁজখবর নিবে।সনাতন ধর্মাবলম্বীরা আমাদের ভাই আমাদেরই বোন, তারাও এদেশের  অংশ, তাদের অধিকার খর্ব হয় কিংবা তাদের ধর্মীয় উৎসবে বাধা সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড হতে আমাদের সকলকে বিরত থাকতে হবে। সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষাসহ তাদের সকল ধর্মীয় উৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্বেও সঙ্গে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।শারদীয় দূর্গাপূজা উৎসব উপলক্ষ্যে ২২শে সেপ্টেম্বর (সোমবার) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, সাবেক মেয়র ও উপজেলা কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার শান্ত,উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মহানন্দ রায় মহান, সহ-সভাপতি ভারত চন্দ্র প্রাং, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, গোলাপ হোসেন, পৌর যুব দলের আহবায়ক গোলাম রব্বানী, সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ম আহবায়ক মোঃ কোরবান আলী, মতিউর রহমান মুসা, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্র দলের সভাপতি জুয়েল রানা, সহ সভাপতি নবির শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, দামগারা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল স্নাতক ডিগ্রি মাদ্রাসা ছাত্রদলের সভাপতি জোবায়েদ হোসেন।এছাড়াও ৫টি ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক এবং এবছর অনুষ্ঠিত হতে যাওয়া ৪৭টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকসহ হিন্দু সম্প্রদায়ের অনেকেই উপস্থিত ছিলেন। পরে সাবেক এমপি মোশারফ হোসেন নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।