ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কালকিনিতে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৬৭ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউনুস সরদার (৪৫) নামের এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রী শাবনুর আক্তার (৩০) ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জেরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ইউনুস সরদারের বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

ইউনুস সরদার সাংবাদিকদের জানান, বিয়ের পর থেকেই তার স্ত্রী শাবনুর আক্তারের সঙ্গে দ্বন্দ্ব ও ঝগড়া চলছিল। স্ত্রী বারবার বাবার বাড়িতে চলে যেতেন এবং কিছুদিন পর ফিরে আসতেন। সর্বশেষ গত ২ এপ্রিল তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। এরপর ৪ এপ্রিল স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন মিলে তার ওপর হামলা চালান। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ওই ঘটনার পর অসুস্থ থাকায় চাচাতো ভাই তাজিরুল বাদী হয়ে কালকিনি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলা করেন। তবে তখন অসুস্থ থাকায় মামলায় শ্বশুরবাড়ির কয়েকজনের নাম বাদ পড়ে যায়। ইউনুস সরদার প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শাবনুর আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৯:৪৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউনুস সরদার (৪৫) নামের এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রী শাবনুর আক্তার (৩০) ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, স্থানীয়ভাবে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের জেরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ইউনুস সরদারের বাম হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়।

ইউনুস সরদার সাংবাদিকদের জানান, বিয়ের পর থেকেই তার স্ত্রী শাবনুর আক্তারের সঙ্গে দ্বন্দ্ব ও ঝগড়া চলছিল। স্ত্রী বারবার বাবার বাড়িতে চলে যেতেন এবং কিছুদিন পর ফিরে আসতেন। সর্বশেষ গত ২ এপ্রিল তিনি স্বামীর বাড়িতে ফিরে আসেন। এরপর ৪ এপ্রিল স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন মিলে তার ওপর হামলা চালান। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, ওই ঘটনার পর অসুস্থ থাকায় চাচাতো ভাই তাজিরুল বাদী হয়ে কালকিনি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলা করেন। তবে তখন অসুস্থ থাকায় মামলায় শ্বশুরবাড়ির কয়েকজনের নাম বাদ পড়ে যায়। ইউনুস সরদার প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত শাবনুর আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।