পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। আর এই উৎসবকে ঘিরে কোথাও যেন কোন অপ্রীতিকার ঘটনা না ঘটে এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশের নেই বগুড়ার নন্দীগ্রামে ও হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তায় চালু হয়েছে পৌর ছাত্রদলের হেল্প ডেক্স। সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন। তিনি বলেন পালিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দিয়ে দুর্গাপূজা। আর এই পূজাকে ঘিরে কেউ কোথাও যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা নেওয়া ঘটাতে পারে এজন্য বগুড়া ৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন ভাইয়ের নির্দেশে আমরা পৌর ছাত্রদল হেল্প ডেক্স বসিয়েছি। তাদের যেকোনো সমস্যায় আমরা এগিয়ে যাচ্ছি সহযোগিতা করছি। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের এই হেল্প ডেক্স থাকবে বলে জানান তিনি। নন্দীগ্রাম পৌর ছাত্রদলের উদ্যোগে পৌর পূজা মন্দিরে এ হেল্প ডেক্স বসানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরনবী,যুগ্ম সাধারণ সম্পাদক সিজান,ছাত্রদল নেতা এনামুল, রকি, ইমন, সাকিব, রাব্বি, শাকিল প্রমুখ।
নন্দীগ্রামে শারদীয় দুর্গাপূজাতে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তায় ছাত্রদলের হেল্প ডেক্স
-
ডেস্ক রিপোর্টঃ - আপডেট সময় ১২:০৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- ৬৯০ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ



















