ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীতে ছয় পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

 

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফেনীর সোনাগাজী থানার দুই এএসআইসহ ছয় পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় পুলিশের অস্ত্র ও ওয়াকিটকিসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন (৩৮) নামে এক চিহ্নিত ডাকাতকে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে থানায় নিয়ে আসার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। সেইসাথে, পুলিশের একটি শর্টগান, একটি ওয়াকিটকিসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জেল হোসেনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়।

 

পরবর্তীতে, মডেল থানার আরো পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে রিপনকে পুনরায় গ্রেফতার করে। পরে তার দেখানো মতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

 

 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাহেদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ইতঃপূর্বে ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

হাদির বোনকে প্রার্থী করার ঘোষণা, শাহবাগে জুলাই চত্বরে জনসমাবেশ

ফেনীতে ছয় পুলিশকে পিটিয়ে অস্ত্র ও আসামি ছিনতাই

আপডেট সময় ০৮:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

 

আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ফেনীর সোনাগাজী থানার দুই এএসআইসহ ছয় পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আহাম্মদপুর গ্রামের মৃত হোসেন মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে। এ সময় পুলিশের অস্ত্র ও ওয়াকিটকিসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একাধিক মামলার আসামি জাহেদুল ইসলাম রিপন (৩৮) নামে এক চিহ্নিত ডাকাতকে সোনাগাজী মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে থানায় নিয়ে আসার পথে তার স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। সেইসাথে, পুলিশের একটি শর্টগান, একটি ওয়াকিটকিসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এএসআই সাইদুর রহমান, এএসআই মোফাজ্জেল হোসেনসহ ৬ পুলিশ সদস্য আহত হয়।

 

পরবর্তীতে, মডেল থানার আরো পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম অভিযান চালিয়ে রিপনকে পুনরায় গ্রেফতার করে। পরে তার দেখানো মতে পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

 

 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জাহেদুল ইসলাম রিপনের বিরুদ্ধে ইতঃপূর্বে ডাকাতি, অস্ত্র আইনে মামলাসহ মোট ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।