ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দেশে এসেও বাড়িতে ফেরা হলো না প্রবাসী নাজিম উদ্দিনের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • ৫৭৯ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে বিমানে দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না তাঁর। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

 

পরবর্তীতে তাকে দ্রুত আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ভাই হেফাজ উদ্দিন।

 

হেফাজ উদ্দিন জানান, ‘আমার ভাই নাজিম উদ্দিন প্রায়ই দেশে আসা-যাওয়া করতেন। আজ সকালে দেশে আসার কথা জানিয়েছিলেন, কিন্তু কোন বিমানে এসেছেন তা জানা ছিল না। এখন আমি ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য আগারগাঁও যাচ্ছি।’

 

 

নাজিম উদ্দিন সিকদার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান সিকদারের পুত্র।

 

জানা যায়, প্রবাসী নাজিম উদ্দিন দীর্ঘ দেড় যুগ ধরে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করতেন। দুবাইয়ে তাঁর বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি কর্মরত। এছাড়াও ওমানে তাঁর একটি খাবারের হোটেলও রয়েছে।

 

 

হঠাৎ এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

জনপ্রিয় সংবাদ

গণসংযোগে নিহত ১৫ মামলার আসামি সরওয়ার বিএনপির কেউ নন: আমীর খসরু

দেশে এসেও বাড়িতে ফেরা হলো না প্রবাসী নাজিম উদ্দিনের

আপডেট সময় ০৯:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

 

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে বিমানে দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না তাঁর। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

 

 

পরবর্তীতে তাকে দ্রুত আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মৃতের ভাই হেফাজ উদ্দিন।

 

হেফাজ উদ্দিন জানান, ‘আমার ভাই নাজিম উদ্দিন প্রায়ই দেশে আসা-যাওয়া করতেন। আজ সকালে দেশে আসার কথা জানিয়েছিলেন, কিন্তু কোন বিমানে এসেছেন তা জানা ছিল না। এখন আমি ভাইয়ের মরদেহ গ্রহণের জন্য আগারগাঁও যাচ্ছি।’

 

 

নাজিম উদ্দিন সিকদার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান সিকদারের পুত্র।

 

জানা যায়, প্রবাসী নাজিম উদ্দিন দীর্ঘ দেড় যুগ ধরে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করতেন। দুবাইয়ে তাঁর বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি কর্মরত। এছাড়াও ওমানে তাঁর একটি খাবারের হোটেলও রয়েছে।

 

 

হঠাৎ এই অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।