ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কেউ জানে না এমনও অনেক মিটিং করছেন কূটনীতিকরা: খসরু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৯:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে, সেটি নিয়ে বিএনপি চিন্তা করে না। কতজন কত জায়গায় মিটিং করবে– এ ব্যাপারে বিএনপির মন্তব্য নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

আওয়ামী লীগের এক নেতার বাসায় তিন দেশের কূটনীতিকদের বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, কেউ জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে। এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব– এটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ কী চায়, সেটাই বড় বিষয়।

 

 

বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ-জার্মানির আগামী দিনের সম্পর্ক, তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।

 

 

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে আমীর খসরু মাহমুদ ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

 

জার্মান বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, জার্মানরা চীন-ভারতে বিনিয়োগ করেছে। তারা মনে করছে, আগামী দিনে বিনিয়োগের জন্য বাংলাদেশ ভালো গন্তব্য।

 

বিনিয়োগের পরিবেশ সম্পর্কে বিএনপির কর্মপরিকল্পনা কী হবে, তা ইতোমধ্যে প্রতিটি দূতাবাসে পাঠিয়েছেন বলে জানান আমীর খসরু। তিনি বলেন, শুধু জার্মান বিনিয়োগ নয়, সব দেশই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে।

জনপ্রিয় সংবাদ

অস্ত্র-চাঁদাবাজির মামলায় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার আট বছরের জেল

কেউ জানে না এমনও অনেক মিটিং করছেন কূটনীতিকরা: খসরু

আপডেট সময় ০৯:২২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কূটনীতিকরা কার বাসায় বৈঠক করবে, সেটি নিয়ে বিএনপি চিন্তা করে না। কতজন কত জায়গায় মিটিং করবে– এ ব্যাপারে বিএনপির মন্তব্য নেই। বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

 

আওয়ামী লীগের এক নেতার বাসায় তিন দেশের কূটনীতিকদের বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, কেউ জানে না, এমনও অনেক মিটিং হচ্ছে। এগুলোর কোনো গুরুত্ব নেই আমাদের কাছে। আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব– এটাই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের জনগণ কী চায়, সেটাই বড় বিষয়।

 

 

বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ-জার্মানির আগামী দিনের সম্পর্ক, তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, সাংস্কৃতিক আদান-প্রদানের বিষয়ে আলোচনা হয়েছে।

 

 

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে আমীর খসরু মাহমুদ ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

 

জার্মান বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, জার্মানরা চীন-ভারতে বিনিয়োগ করেছে। তারা মনে করছে, আগামী দিনে বিনিয়োগের জন্য বাংলাদেশ ভালো গন্তব্য।

 

বিনিয়োগের পরিবেশ সম্পর্কে বিএনপির কর্মপরিকল্পনা কী হবে, তা ইতোমধ্যে প্রতিটি দূতাবাসে পাঠিয়েছেন বলে জানান আমীর খসরু। তিনি বলেন, শুধু জার্মান বিনিয়োগ নয়, সব দেশই বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে।